ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে আটক ৬

বগুড়া: বগুড়া সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।  

শুক্রবার (২৫ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে বগুড়া র‍্যাব-১২ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- সদর উপজেলার উত্তর চেলোপাড়া এলাকার নান্টু মিয়ার ছেলে পলাশ (৩০), নারুলী মধ্যপাড়া এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে রাজা মিয়া (২৬), উত্তর চেলোপাড়ার বাবু বেপারীর ছেলে আরিফ (২৬), মৃত আলাউদ্দীনের ছেলে শুকুর আলী (২৪), রাখাল মিয়ার ছেলে আজিজ (২৩) ও নারুলী মধ্যপাড়ার তোফাজ্জল হোসেনের ছেলে সম্রাট শেখ (২৫)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৪ মার্চ) দিনগত রাতে সদর উপজেলার বুজরুগবাড়িয়া গ্রামের বড়িয়া বটতলা চারমাথায় রংপুর-ঢাকা দ্বিতীয় বাইপাসে অভিযান পরিচালনা করে ডাকাতির প্রস্তুতিকালে চারটি ছুরি, দুটি রশি ও মোবাইলসহ ওই ছয়জনকে আটক করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার সোহরাব হোসেন জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
কেইউএ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।