ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রূপনগরে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে ২ জনের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
রূপনগরে যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে ২ জনের মৃত্যু

ঢাকা: রাজধানীর রূপনগর বেড়িবাঁধে যানবাহনের প্রতিযোগিতায় ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন জন আহত হয়েছে।

শুক্রবার (২৫ মার্চ) এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিক্যাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া।

নিহতরা হলেন- কোককোলা গাড়ির লেবার রফিক (২৫) ও ট্রাক চালক বাদল (৪৫)।  আহতরা হলেন- ফয়সাল (১৯), সেলিম (২৬), রিপন (২৫), আলম (৪৫)।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে রুপনগর বিরুলিয়া বেড়িবাঁধ দুইটি ট্রাক ও একটি পিকআপ গাড়ির ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের উপরে থাকা চার শ্রমিক ও এক ট্রাক ড্রাইভার আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। পরে চিকিৎসাধীন সকালের দিকে বাদল (৪৫) ও রফিক (২৫) মারা যায়।

বাদলেরর বাবা খলিলুর রহমান জানান, তাদের বাড়ি শরীয়তপুর জেলার ডামুড্ডা উপজেলায়। বর্তমানে উত্তরা এলাকায় থাকতেন বাদল। সে ট্রাক ড্রাইভার ছিল। ঘটনার সময় সে মুন্সিগঞ্জ থেকে পাথর নিয়ে টঙ্গীর দিকে যাচ্ছিল।

রফিকের সহকর্মী জিলানী সর্দার জানান, রফিক লেবারের কাজ করতো। রাতে টঙ্গী থেকে একটি পিকআপে করে কোককোলা নিয়ে শ্যামলী যাচ্ছিল। পিকআপের উপরে চারজন ছিল। রুপনগর বেড়িবাঁধ এলাকায় গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে পিকআপভ্যানের উপরে থাকা তিন শ্রমিক ও চালক আলম আহত হয়। পরে তাদেরকে হাসপাতালে নিয়ে আসলে শ্রমিক রফিক মারা যান। রফিকের বাড়ি লালমনিররহাট সদরে। বাবার নাম আবু জার।

রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, একটা আরেকটার সঙ্গে ওভারটেক করার সময় এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় তিনটি গাড়ি জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
এজেডএস/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।