ঢাকা: বগুড়ার একজন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারী আবদুল লতিফ শেখকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে মুন্সিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, চাঞ্চল্যকর ও ক্লুলেস বগুড়ার একজন সংরক্ষিত মহিলা ইউপি সদস্য হত্যাকাণ্ডের ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৫ মার্চ) বেলা ১১ টায় রাজধানীর কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
বাংলাদেশ সময়: ০৯০০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২২
পিএম/এনএইচআর