ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

কক্সবাজার সৈকতে মানুষের কঙ্কাল 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
কক্সবাজার সৈকতে মানুষের কঙ্কাল  ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজার সৈকতের বালু চরে মানুষের একটি কঙ্কাল পাওয়া গেছে। তবে মাথা বিহীন কঙ্কালটি ভেসে এসেছে নাকি কেউ ফেলে গেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরের দিকে মেরিন ড্রাইভের কলাতলীর দরিয়ানগর এলাকায় কঙ্কালটি দেখতে পান স্থানীয়রা।

জানা গেছে, স্থানীয় কয়েকজন সৈকতে মাছ ধরতে গেলে বালু চরে ময়লার স্তুপের মতো কঙ্কালটি দেখতে পায়। পরে তারা বিষয়টি থানায় জানায়।  

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
তিনি জানান, মাথা বিহীন কঙ্কালটি বৃদ্ধ, যুবক, নারী না পুরুষ তা শনাক্ত করার মতো অবস্থা নেই। কঙ্কালটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

হিমছড়ি ও দরিয়ানগর পর্যটন স্পটের তত্ত্বাবধায়ক কক্সবাজার সদর রেঞ্জের রেঞ্জার সমীর রঞ্জন সাহা জানান, কঙ্কালটি সমুদ্রে ভেসে এসেছে নাকি অন্যভাবে এসেছে তা সঠিভাবে বোঝা যাচ্ছে না।  

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এসবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।