ঢাকা, শনিবার, ২৮ বৈশাখ ১৪৩১, ১১ মে ২০২৪, ০২ জিলকদ ১৪৪৫

জাতীয়

উখিয়ায় মিয়ানমারের ২ রাখাইন নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
উখিয়ায় মিয়ানমারের ২ রাখাইন নাগরিক আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে মিয়ানমারের দুই রাখাইন নাগরিককে আটক করেছে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

 

আটককৃতরা হলেন- মিয়ানমারে আকিয়াবের বাসিন্দা সিন গোয়া শো অন (২১) ও কিন লং শো (২৭)।

বুধবার (২৩ মার্চ) রাত ৯টার দিকে উখিয়ার কুতুপালং ট্রানজিট সেন্টারের পশ্চিমে ক্যাম্পের একটি দোকান থেকে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক।

তিনি বলেন, ‘আমরা সন্দেহজনক মিয়ানমারের দুই জন রাখাইনকে আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখন পর্যন্ত তেমন কোন তথ্য পাওয়া যায়নি।

ক্যাম্পের বাসিন্দারা জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকে এই দুইজন। তাদের পরনে হাফ পেন্ট ও টিশার্ট দেখা গেছে। বুধবার রাতে উখিয়ার কুতুপালং ক্যাম্পের স্থানীয় দোকানদার সৈয়দ আলমের দোকানে কেনাকাটা করার সময় এপিবিএন তাদের আটক করে।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০২২
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।