ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ট্রেন দেখে সেতু থেকে লাফ, প্রাণে বাঁচলেন যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
ট্রেন দেখে সেতু থেকে লাফ, প্রাণে বাঁচলেন যুবক ট্রেন দেখে সেতু থেকে লাফ দিয়ে প্রাণে বেঁচে ফেরা অজ্ঞাত যুবক

নাটোর: নাটোরের নলডাঙ্গায় রেল সেতু পার হওয়ার সময় ট্রেন আসা দেখে নদীতে লাফ দেন অজ্ঞাতপরিচয় এক যুবক। আর এতে অল্পের জন্য তিনি প্রাণে বেঁচে যান।

তবে গুরুতর আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে কাতরাচ্ছেন ওই যুবক।  

বুধবার (২৩ মার্চ) রাতে নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বাংলানিউজকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এ সময় তিনি জানান, দুপুর আড়াইটার দিকে নলডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন বারনই নদীর ওপর রেল সেতু পার হচ্ছিলেন ওই যুবক। এ সময় ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেন আসতে দেখে সেতু থেকে নিচে নদীতে লাফ দেন তিনি। এতে অল্পের জন্য ওই যুবক প্রাণে রক্ষা পেলেও গুরুতর আহত হন। এ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় বেসরকারি বিসমিল্লাহ হাসপাতালে ভর্তি করা হয়। আহত যুবককে দেখে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। তার নামপরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।