ঢাকা, মঙ্গলবার, ১৭ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঢাকা-টরন্টো বিমানের ফ্লাইট চালু হচ্ছে ২৬ মার্চ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
ঢাকা-টরন্টো বিমানের ফ্লাইট চালু হচ্ছে ২৬ মার্চ

ঢাকা: আগামী ২৬ মার্চ থেকে ঢাকা-টরন্টো বিমানের ফ্লাইট চালু হচ্ছে। দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট চালুর জন্য চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে।

সূত্র জানায়, আগামী ২৬ মার্চ রাত ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টরন্টোর উদ্দেশ্যে ছেড়ে যাবে বাংলাদেশ বিমানের ড্রিমলাইনারের একটি বাণিজ্যিক ফ্লাইট। পরদিন ২৭ মার্চ টরন্টো থেকে ফিরতি ফ্লাইট ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেবে।

ঢাকা-টরন্টোর মধ্যে পরীক্ষামূলকভাবে এই ফ্লাইট চালু হবে। উদ্বোধনী ফ্লাইট সামনে রেখে ইতোমধ্যেই টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ বিমান।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, মার্চ ২৩,২০২২
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।