ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শহীদ মিনারে জুতা পায়ে শিক্ষকরা, সমালোচনার ঝড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
শহীদ মিনারে জুতা পায়ে শিক্ষকরা, সমালোচনার ঝড়

শরীয়তপুর: শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির ওপর জুতা ও স্যান্ডেল পায়ে দাঁড়িয়ে আন্দোলন করার অভিযোগ উঠেছে বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের বিরুদ্ধে। বেসরকারি মাধ্যমিক শিক্ষক জাতীয় করণের দাবি আদায়ে তারা এ আন্দোলন করছেন।

 

বুধবার (২৩ মার্চ) সকাল ১০টায় আন্দোলনে অংশ নেন শিক্ষকরা। তবে এ সময় শিক্ষকদের জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে ওঠার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।  

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, আন্দোলনরত কয়েকজন শিক্ষক দাঁড়িয়ে খোশগল্প ও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করছেন। এ সময় শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে থাকা প্রত্যেকের পায়ে জুতা ছিল।

শরীয়তপুর জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি সাইফ রুদাদ বাংলানিউজকে বলেন, যেসব শিক্ষক শহীদ মিনারের বেদিতে জুতা পায়ে দাঁড়িয়ে ছিলেন তাদের সবাইকে শিক্ষকতা পেশা থেকে অপসারণ করতে হবে। ওইসব শিক্ষককে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। অন্যথায় ছাত্রসমাজ দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

এ ব্যাপারে শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা সমিতির সভাপতি আনোয়ার কামাল বাংলানিউজকে বলেন, শহীদ মিনার পবিত্র জায়গা। এখানে যারা শহীদ বেদিতে জুতা পায়ে উঠছে, তারা কাজটি ঠিক করেননি। এটা খুবই দুঃখজনক।

শরীয়তপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. এমারাত হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক, যাদের কারণে আমরা বাংলা ভাষা পেয়েছি, তাদের যদি সম্মান দিতে না পারি তাহলে জাতি আমাদের থেকে কি শিখবে। আমি খবর নিচ্ছি, শহীদ মিনারে যারা জুতা পায়ে উঠেছে তারা অন্যায় করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।