ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কবরস্থানের গাছের ডালে বৃদ্ধের ঝুলন্ত লাশ!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
কবরস্থানের গাছের ডালে বৃদ্ধের ঝুলন্ত লাশ!

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আবু তাহের (৭২) নামে এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামের গহীন স্থানে একটি কবরস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি ওই উপজেলার চুন্টা ইউনিয়নের নরসিংপুর গ্রামের মৃত কালা মিয়ার ছেলে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসাইন বাংলানিউজকে জানান, কবরস্থানটি গহীন অরণ্যে হওয়ায় সেখানে মানুষের আসা-যাওয়া ছিল না। দীর্ঘদিন ধরে এখানে কাউকে কবরও দেওয়া হয় না। কবরস্থানের গাছের ডালে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

তিনি আরও জানান, মরদেহটি ২০-২৫ দিন আগের হওয়াই নিচের অংশটি শেয়াল বা কুকুর নষ্ট করে ফেলছে। উপরের অংশটুকুও কঙ্কাল হয়ে গেছে। ঘটনাটির তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।