ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

আইপিইউ অ্যাসেম্বলি: ইন্দোনেশিয়ায় সংসদীয় প্রতিনিধিদল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
আইপিইউ অ্যাসেম্বলি: ইন্দোনেশিয়ায় সংসদীয় প্রতিনিধিদল

ঢাকা: ইন্দোনেশিয়ার বালিতে ২০ থেকে ২৪ মার্চ ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) ১৪৪তম অ্যাসেম্বলিতে অংশ নিতে ইন্দোনেশিয়ায় গেছে জাতীয় সংসদের ৯ সদস্যের একটি প্রতিনিধিদল।

জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রোববার (২০ মার্চ) জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. শামসুল হক টুকু এমপির নেতৃত্বে গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি, সৈয়দ আবু হোসেন এমপি, খান আহমেদ শুভ এমপি, বাসন্তী চাকমা এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম, অতিরিক্ত সচিব গৌতম কুমার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির একান্ত সচিব (উপসচিব) চৌধুরী মো. হামিদ আল মাহবুব অ্যাসেম্বলিতে অংশ নেবেন।

প্রতিনিধিদলের সদস্যরা জলবায়ু পরিবর্তন, টেকসই বিশ্বশান্তি এবং শিক্ষাখাতে মহামারির সময়সহ অন্যান্য সময়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগসহ বিভিন্ন এজেন্ডাভিত্তিক আলোচনায় অংশ নেবেন।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।