ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

জুয়েলারি এক্সপোতে ১০ লাখ টাকা পেলেন কুদ্দুস

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০১ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
জুয়েলারি এক্সপোতে ১০ লাখ টাকা পেলেন কুদ্দুস

ঢাকা: বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২ র‌্যাফেল ড্রতে প্রথম পুরস্কার ১০ টাকা পেয়েছেন মিরপুর-১৪ নম্বরের বাসিন্দা মো. আবদুল কুদ্দুস।  

শনিবার (১৯ মার্চ) রাতেই প্রথম পুরস্কার ১০ লাখ টাকা বিজয়ী আবদুল কুদ্দুসের হাতে চেক তুলে দেন বাজুসের ফাস্ট ভাইস-প্রেসিডেন্ট গুলজার আহমেদ ও ট্রেজারার উত্তম বণিক।

 

১০ লাখ টাকা পুরস্কার পেয়ে আনন্দিত আবদুল কুদ্দুস অনুভূতি প্রকাশ করে বলেন, প্রথমে ১০ লাখ টাকা পাওয়ার খবর ফোনে পেয়ে বিশ্বাস হচ্ছিল না। তবে পুরস্কারের টাকা নিতে এসে বিশ্বাস হলো যে সত্যিই আমি ১০ লাখ টাকা বিজয়ী হয়েছি।

এছাড়াও ৫ লাখ টাকা বিজয়ী হলেন ০২৪৭১, ১ লাখ টাকা বিজয়ী ১০ জন হলেন-০৩৫৫১, ০০৪৭৮, ০৪০৪৩, ০৩০৯৯, ০৪৭৮৪, ০১১০৭, ০৪২৮৭, ০৩৫০৭, ০২০৭১, ০০৯২৫।

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার ২ নম্বর হলে শনিবার রাতে ব্যাপক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো তিনদিনের বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২।

হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে দেশে প্রথমবারের মত সোনার গহনা প্রদর্শনীর আয়োজন করে দেশের ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন  বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

শনিবার রাতে সমাপনী অনুষ্ঠানে র‌্যাফেল ড্র ছাড়াও ফ্যাশন শো ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ফ্যাশন শো,  র‌্যাফেল ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির প্রেসিডেন্ট সায়েম সোবহান আনভীর, সাবেক সভাপতি ডা. দিলীপ রায়,  ট্রেজারার উত্তম বণিক প্রমুখ।

অনুষ্ঠানে ফ্যাশন শোতে অংশ নেয় অলঙ্কার নিকেতন, আপন জুয়েলার্স, ফেন্সি জুয়েলার্স, জায়া গোল্ড ও জরোয়া হাউস।

তিনদিনের জুয়েলারি এক্সপোতে সেরা স্টলের পুরস্কার পেয়েছে- আমিন জুয়েলার্স, জরোয়া হাউস, পার্ল ওয়েসিস, ড্রিমস ইনস্ট্রুমেন্ট টেক, গোল্ডেন ওয়ার্ল্ড।  

এক্সপোতে মোট ৬৫ টি স্টল অংশ নিয়েছিল।  দেশ-বিদেশের ক্রেতা-বিক্রেতারা এতে অংশ নেন। এক্সপোর মাধ্যমে দেশের স্বর্ণশিল্পীদের হাতে গড়া নিত্যনতুন ডিজাইনের অলংকারের পরিচিতি ঘটেছে জানিয়েছেন আয়োজকরা।

বাংলাদেশ সময়: ০০৫৮ ঘণ্টা, মার্চ ২০, ২০২২
এসই/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।