ঢাকা: রাজধানীর বিমানবন্দরে গাঁজাসহ মো. নাজমুল হোসেন ও সুলতান গাজী নামে দুই জন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিমানবন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) এই তথ্য নিশ্চিত করেন পুলিশ।
বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিএম ফরমান আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর গোল চত্বরের পূর্ব পাশে হোটেল ওয়ান্ডার ইনের সামনে থেকে ২ কেজি গাঁজাসহ নাজমুল ও সুলতানকে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এজেডএস/কেএআর