ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

টানা তিন দিন বেনাপোল-পেট্রাপোলে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
টানা তিন দিন বেনাপোল-পেট্রাপোলে আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে

বেনাপোল (যশোর): বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর দিয়ে টানা তিন দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানিসহ বন্দর ও কাস্টমসের কার্যক্রম।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন, পবিত্র শবে বরাত ও সাপ্তাহিক ছুটিতে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি ও রপ্তানি বানিজ্য বন্ধ থাকবে।

তবে এ সময় স্বাস্থ্যবিধি মেনে পাসপোর্ট থাকা যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।  

বুধবার (১৬ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান।  

এ সময় তিনি জানান, বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন, ১৮ মার্চ সাপ্তাহিক ছুটি ও ১৯ মার্চ শবে বরাতের সরকারি ছুটি থাকায় বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি ও রপ্তানি বানিজ্য বন্ধ থাকবে। রোববার ২০ মার্চ সকাল থেকে পুনরায় আমদানি ও রপ্তানি বানিজ্য সচল হবে।  

বেনাপোল বন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) সঞ্জয় বাড়ৈ জানান, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটিতে বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে তিন দিন আমদানি ও রপ্তানি বানিজ্য বন্ধ থাকবে। এই সময়ে বন্দরে যাতে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা না ঘটে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে তিনি জানান।  

বাংলাদেশ সময়: ০১৩৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০২২
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।