ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইউক্রেনের সমর্থনে ঢাকায় ১৩ দেশের রাষ্ট্রদূতের শোডাউন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
ইউক্রেনের সমর্থনে ঢাকায় ১৩ দেশের রাষ্ট্রদূতের শোডাউন

ঢাকা: ইউক্রেনের সমর্থনে পতাকা নিয়ে ঢাকার ১৩টি দেশের রাষ্ট্রদূত শোডাউন করেছেন।  

বুধবার (১৬ মার্চ) ঢাকার যুক্তরাজ্য হাইকমিশন এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেছে।

যুক্তরাজ্য হাইকমিশনের ছবিতে দেখা যায় ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনের পতাকা হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। হাইকমিশনের বার্তায় উল্লেখ করা হয়, ‘পৃথিবীর ১৪১ দেশ, যারা জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়ার অবৈধ ও উস্কানিবিহীন আগ্রাসনের প্রতি নিন্দা জানিয়ে ভোট দিয়েছে। বাংলাদেশে অবস্থিত ১৩টি দেশের রাষ্ট্রদূত ইউক্রেনকে সমর্থন করে। ’

প্রসঙ্গত, ইউক্রেন ইস্যুতে জাতিসংঘে ভোটাভুটিতে বাংলাদেশ কোনো পক্ষেই ভোট দেয়নি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, মার্চ ১৬, ২০২২
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।