ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দুদুকের মামলায় আ’লীগ নেতার নামে পরোয়ানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
দুদুকের মামলায় আ’লীগ নেতার নামে পরোয়ানা

খাগড়াছড়ি: দুর্নীতির মামলায় খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য জাহিদুল আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

মঙ্গলবার (১৫ মার্চ) খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ মোহাম্মদ শাহীন উদ্দিনের আদালত এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

বিষয়টি নিশ্চিত করে দুর্নীতি দমন কমিশনের পিপি অ্যাডভোকেট সুপাল চাকমা জানান, জেলা পরিষদের সদস্য থাকাকালে জোর করে জেলা পরিষদের সম্পত্তি দখল ও আত্মসাৎ এবং সরকারি অর্থ ক্ষতির অভিযোগে জাহিদুল আলমের বিরুদ্ধে ২০১৯ সালের ২ এপ্রিল দুর্নীতি দমন কমিশন (দুদক) খাগড়াছড়ি সদর থানায় দুদক চট্টগ্রাম-২ এর উপ-সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ক্ষমতার অপব্যবহার করে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জাহিদুল আলম জেলা পরিষদের মালিকাধীন মার্কেটের তিন তলা ভবনের আবাসিক হোটেল দখল করে সরকারি অর্থ ক্ষতি ও আত্মসাৎ করেন। এতে সরকারি ১৯ লাখ ৮২ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে।

অ্যাডভোকেট সুপাল চাকমা আরও জানান, সম্প্রতি এ মামলার অভিযোগপত্র দাখিল করে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার অভিযোগপত্র গ্রহণের সময় জাহিদুল আলম আদালতে উপস্থিত ছিলেন না।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০২২
এডি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।