ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ আটক ২ আটক দুইজন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ৯ কেজি গাঁজাসহ দুই বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (১২ মার্চ) সন্ধ্যার দিকে কিশোরগঞ্জ র‌্যাব-১৪ ক্যাম্প থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন- ময়মনসিংহের গৌরীপুর উপজেলার হাসনপুর এলাকার মৃত মইজ উদ্দিনের ছেলে মো. মামুন মিয়া (৪২) ও একই এলাকার মৃত ইসমাইলের ছেলে মো. বকুলমিয়া (৩৮)।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বিকেলের দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট এলাকায় অভিযান চালিয়ে মামুন ও বকুলকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯ কেজি গাঁজা, দু’টি মোবাইলফোন জব্দ করা হয়। আটক ওই দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।