ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

জাটকা সংরক্ষণ-বিক্রি, জরিমানা সাড়ে ৮ লাখ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫১ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
জাটকা সংরক্ষণ-বিক্রি, জরিমানা সাড়ে ৮ লাখ জাটকা সংরক্ষণ-বিক্রি, জরিমানা

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে জাটকা সংরক্ষণ ও বিক্রির দায়ে সাতটি প্রতিষ্ঠানকে ৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। অভিযানে ৩৫ মণ জাটকা জব্দ করা হয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দ করা ৩৫ মণ জাটকা ইলিশ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

শুক্রবার (১১ মার্চ) বিকেলে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার ভোর সাড়ে ৪টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত র‌্যাব-১০ এর সমন্বয়ে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। যাত্রাবাড়ী এলাকায় জাটকা ইলিশ বিক্রি ও সংরক্ষণের অপরাধে ৭টি মাছের আড়তে ৮ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলোর মধ্যে যাত্রাবাড়ী মৎস্য আড়ৎ থেকে ১ লাখ, গঙ্গাপুর মৎস আড়ৎ থেকে ১ লাখ, আল্লাহরদান মৎস আড়ৎ থেকে নগদ- আড়াই টাকা, সোহেল মাৎস আড়ৎ থেকে ৯০ হাজার, গোল্ডেন ফিস আড়ৎ থেকে ১ লাখ, লোকনাথ মৎস্য আড়ৎ থেকে ১ লাখ এবং মেট্রোসেম মৎস আড়ৎ থেকে ১ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।  

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
এসজেএ/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।