ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

প্রেম নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, থামাতে গিয়ে প্রাণ দিলেন যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, মার্চ ১১, ২০২২
প্রেম নিয়ে দু’গ্রুপের সংঘর্ষ, থামাতে গিয়ে প্রাণ দিলেন যুবক

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলায় প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ মেটাতে গিয়ে ছুরিকাঘাতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার সন্তান বকুল মিয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) দিনগত রাত ৯টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা আবাসন প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের উত্তর নওয়াবশ গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তারের ছেলে।

পাঁচগাছী ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল বাতেন সরকার বাংলানিউজকে জানান, কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের ধরলা আবাসন প্রকল্পের সুবিধাভোগী দুই পরিবারের ছেলে-মেয়ের প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে স্থানীয় যুবক বকুল মিয়া তা নিরসন করতে গেলে আকস্মিকভাবে ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার বাংলানিউজকে জানান, দু’গ্রুপের সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। মধ্যরাত পর্যন্ত হত্যাকারী সনাক্ত হয়‌নি। ত‌বে হত্যাকারী সনাক্ত ও গ্রেফতা‌রের চেষ্টা চল‌ছে।

বাংলাদশে সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
এফইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।