ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
বাসচাপায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য নিহত প্রতীকী ছবি

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় তিশা বাসের চাপায় এক অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১০টার দিকে ওই উপজেলার নাজিরা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেনা সদস্যের নাম মো. দিদার হোসেন (৫০)। তিনি কুমিল্লা ক্যান্টনমেন্ট মার্কেটের হক সুইটসের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুমিল্লা ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দীন জাহাঙ্গীর।

স্থানীয়দের বরাতে তিনি বলেন, দিদার হোসেন বুড়িচং উপজেলার ময়নামতি ইউপির করিমাবাদ গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকালে তিনি মোটরসাইকেলে করে ক্যান্টনমেন্টের দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পেছন থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান তিনি।

ওসি আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও হেলপার পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাস ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৫৮ ঘণ্টা, মার্চ ১০, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।