ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চৌদ্দগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, মার্চ ২, ২০২২
চৌদ্দগ্রামে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ফাইল ছবি

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগণ্ডা এলাকায় বাসচাপায় জহির উদ্দীন বাবর (৩৩)  নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

 

বুধবার (০২ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহির একই উপজেলার কাশিনগর ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। আর আহত ব্যক্তির নাম আবুল কাশেম। তিনি চৌদ্দগ্রামের কনকাপৈত ইউনিয়নের আব্দুল মান্নানের ছেলে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফেনী থেকে ঢাকাগামী স্টার লাইন পরিবহনের যাত্রীবাহী একটি বাস আমানগণ্ডা এলাকায় কুমিল্লাগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে আরোহী জহিরের মৃত্যু হয় এবং আহত হন কাশেম। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক বাস চালককে আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।