ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ভাসানচরে মাদকসহ ২ রোহিঙ্গা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, মার্চ ২, ২০২২
ভাসানচরে মাদকসহ ২ রোহিঙ্গা আটক আটকরা

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে রোহিঙ্গা আশ্রয়ণ প্রকল্প থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবককে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বুধবার (২ মার্চ) তাদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, আশ্রয়ণের ৮নং ক্লাস্টারের মো. শামসুরের ছেলে ইয়াকুব (৩২) ও ২৫নং ক্লাস্টারের হামিদ হোসেনের ছেলে তাহের (২৮)।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড গোয়েন্দা ও এপিবিএন সিভিল দল ভাসানচরের গাজী চেয়ারম্যানের দোকান এলাকার অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকের সময় তাদের কাছ থেকে ৮০পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, মার্চ ০২, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।