ঢাকা, বৃহস্পতিবার, ১৯ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

গার্মেন্টস এক্সেসরিজের আড়ালে সোনা, ৯৬ বার জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
গার্মেন্টস এক্সেসরিজের আড়ালে সোনা, ৯৬ বার জব্দ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীন থেকে আসা গার্মেন্টস এক্সেসরিজের কার্টন থেকে ৯৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা।

রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিমানবন্দরের এয়ার ফ্রেইট এলাকায় এক অভিযানে এসব অবৈধ স্বর্ণের বার উদ্ধার করা হয়।

শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের পাঠানো এক ক্ষুদে বার্তায় বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের ফ্রেইট এলাকায় চীন থেকে আসা গার্মেন্টস এক্সেসরিজের মালামালে তল্লাশি চালানো হয়। এ সময় দুটি প্যাকেটে অবৈধভাবে আমদানি করা ৯৬টি স্বর্ণের বার পাওয়া যায়।

জব্দ করা স্বর্ণের বারের ওজন প্রায় ১১ কেজি। এগুলোর বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২২
এসজেএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।