ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

ব্রুনাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
ব্রুনাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

ঢাকা: ব্রুনাইয়ের বাংলাদেশ হাইকমিশন ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করেছে। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) জাতীয় পতাকা অর্ধনমিত করার মধ্য দিয়ে এ অনুষ্ঠান শুরু হয়। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালনের পর হাইকমিশন প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ হাইকমিশনার নাহিদা রহমান সুমনা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। এরপর পবিত্র কোরআন তেলাওয়াত ও শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। তাৎপর্যপূর্ণ এ দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান বাংলাদেশ হাইকমিশনার ও অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে বাংলাদেশ হাইকমিশনার বলেন, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অপরিসীম, যার মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিল।

তিনি আরও উল্লেখ করেন, ইউনেস্কো কর্তৃক ২০২২ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে থিম ঠিক করা হয়েছে তা হল ‘বহুভাষিক শিক্ষার জন্য প্রযুক্তির ব্যবহার: চ্যালেঞ্জ ও সুযোগসমূহ’। মাতৃভাষা বাংলার প্রতি ভালোবাসা প্রকাশ ও বাংলা ভাষা ব্যবহারের প্রচার ও প্রসারের পাশাপাশি তিনি সবাইকে বিশ্বের অন্যান্য ভাষার প্রতি আগ্রহ প্রদর্শনের জন্য উৎসাহিত করেন এবং বহুভাষা শেখার গুরুত্ব সম্পর্কে অবহিত করেন।

অনুষ্ঠানের পরবর্তী অংশ অনলাইনে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ হাইকমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ ভার্চ্যুয়াল অংশে প্রধান অতিথি ছিলেন ব্রুনাইয়ের শিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী সচিব (মূল শিক্ষা) ড. শামসিয়াহ জুরাইনি কাঞ্চানাবতি বিন্তি হাজি তাজুদ্দিন। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইউনেস্কো নির্ধারিত থিমের ওপর ব্রুনাইয়ে বিদেশি মিশন প্রধানদের পাঠানো ভিডিও বার্তাসমূহের সংকলন। এছাড়া এ থিমের ওপর একটি অনলাইন সেমিনারের আয়োজন করা হয়, যেখানে ব্রুনাইয়ের শীর্ষ তিনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন। এছাড়া অংশ নেন ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) সাব্বির আহমাদ চৌধুরী ও বিশিষ্ট শিক্ষাবিদ কিশোয়ার কামাল। বিশেষ অতিথি ছিলেন ড. লুকমান ও সরিয়ানী ইসহাক।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান, নৃত্য প্রদর্শন ও গ্রাফিক নোবেল ‘মুজিব’ পাঠ করে শোনান ব্রুনাইয়ের শিক্ষার্থীরা। বাংলাদেশ কমিউনিটির মিজান মেহেদী ও ফারিয়া ইসলাম দ্বৈত কণ্ঠে ভাষা দিবসের গান গেয়ে মুগ্ধ করেন।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২২
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।