ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৩

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৩ গ্রেফতার তিনজন

সাভার (ঢাকা): রাষ্ট্রপতির কার্যালয়ে চাকরি দেওয়ার কথা বলে অর্থ আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতার আসামিদের পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. জামাল শিকদার।

এর আগে, শনিবার (১৯ ফেব্রুয়ারি) আশুলিয়ার বিভিন্ন স্থান থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার বিশ্বনাথপুর গ্রামের দাউদ মোল্লার ছেলে রাসেল মোল্লা (২৪), বরিশালের উজিরপুর থানার কুরুলিয়া গ্রামের মৃত পিটার বাড়ৈর ছেলে লিটন বাড়ৈ (৪৫) এবং লিটন বাড়ৈর ছেলে ইম্মানুয়েল প্রান্ত বাড়ৈ (২৭)।

পুলিশ জানায়, ভুক্তভোগী হেজবুল্লাহর প্রতিষ্ঠানে চাকরি করতেন রাসেল মোল্লা। কিছুদিন পর চাকরি ছেড়ে নিজের জাতীয় সংসদে অফিস সহকারী পদে চাকরি হয়েছে বলে জানায় রাসেল। পরে অপর দুই সহযোগীর সঙ্গে হেজবুল্লাহকে রাষ্ট্রপতির কার্যালয়ে ডাটা এন্ট্রি অপারেটর পদে চাকরি দেওয়ার কথা বলে প্রতারণার ফাঁদ সাজান তিনি। সেই ফাঁদে পা দেন হেজবুল্লাহ, মো. মাসুদ ও বিপ্লব হোসেন। তিনজনের চাকরির জন্য ১৮ লাখ টাকা চায় প্রতারক চক্রটি। পরে বিভিন্ন সময়ে তাদের কাছ থেকে সর্বমোট ৫ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। পরে জাতীয় সংসদের প্যাড ও লোগো সম্বলিত ভুয়া নিয়োগপত্র দেয় চক্রটি। তবে তাদের কথা-বার্তায় সন্দেহ হলে, আশুলিয়া থানায় অভিযোগ দেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে আসামিদের গ্রেফতার করে আশুলিয়া থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা পেয়েছে পুলিশ।

এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ইন্টেলিজেন্স) মো. জামাল শিকদার বাংলানিউজকে বলেন, আটক তিনজনের নামে একটি মামলা দায়ের করা হয়েছে। সে মামলায় গ্রেফতার দেখিয়ে রোববার পাঁচদিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া সংসদ ভবনের কর্মকর্তারাও ইতোমধ্যে বিষয়টি অবগত হয়েছেন। বিষয়টি অত্যন্ত গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এসএফ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।