ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

কিশোরগঞ্জে ১০ ভাষাসৈনিককে সম্মাননা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
কিশোরগঞ্জে ১০ ভাষাসৈনিককে সম্মাননা 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের প্রয়াত ১০ জন ভাষা সৈনিককে সম্মাননা দেওয়া হয়েছে।  

শনিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষাসৈনিকদের পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক হিসেবে সনদপত্র তুলে দেওয়া হয়।

সম্মাননাপ্রাপ্তরা হলেন- আশরাফুদ্দিন আহম্মদ, মিছির উদ্দীন আহমেদ, এ বি মহিউদ্দিন, গঙ্গেশ সরকার, মু. আবু সিদ্দীক, শামসুল হক গোলাপ মিয়া, হেদায়েত হোসেন, আমিনুল হক, অ্যাডভোকেট এম এ মতিন ও হায়দার আলী।

আমরা একাত্তর এর কিশোরগঞ্জের সংগঠক অ্যাডভোকেট অশোক সরকারের সভাপতিত্বে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভাষা সৈনিকের সন্তান অধ্যক্ষ শরীফ সাদী, সাংবাদিক সাইফউদ্দীন আহমেদ লেনিন, রবীন্দ্র সরকার, আসাদুজ্জামান জুয়েল, আহমেদুল কবীর মামুন প্রমুখ।

আমরা একাত্তর এর সংগঠক অ্যাডভোকেট অশোক সরকার প্রতি জেলায় সরকারি ব্যবস্থাপনায় ভাষাসৈনিকদের নামের তালিকা সংবলিত স্মৃতিফলক স্থাপনের দাবি জানান।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।