ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

শিক্ষকের ওপর হামলা, ছাত্রলীগ নেতার ২ মাসের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
শিক্ষকের ওপর হামলা, ছাত্রলীগ নেতার ২ মাসের জেল অভিযুক্ত মাহবুব আলম

শরীয়তপুর: শরীয়তপুরের গোসাইরহাটের আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজে অনার্স দ্বিতীয় বর্ষের পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকদের ওপর শামসুর রহমান সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা করে বলে অভিযোগ উঠেছে।  

শনিবার (১৯ ফেব্রয়ারি) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

 

এ ঘটনায় শনিবার রাতে পুলিশ অভিযুক্ত মাহবুব আলমকে গ্রেফতার করে। পরে গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে দুই মাসের সাজা দেন।  

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আলহাজ্ব সফুরা বেগম কলেজের প্রভাষক ইকবাল হোসেন জানান, শনিবার দুপুর ১টা থেকে আলহাজ্ব সফুরা বেগম মহিলা কলেজে অনার্স ২য় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষা চলাকালিন আনুমানিক দুপুর ১টা ৩০ মিনিটের দিকে শামসুর রহমান সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহর নেতৃত্বে রাতুল ও মাহবুব আলমসহ ৬ ছাত্রলীগ নেতা অনুমতি ছাড়া পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন। ১০১ নম্বর রুমে প্রবেশ করলে দায়িত্বরত শিক্ষক শারমিন রহমান তাদের বের হয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা ওই শিক্ষকে চর থাপ্পর মারেন। পরে হল থেকে বেড়িয়ে অন্যান্য শিক্ষকদের ওপর হামলা করেন। গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুসাইন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনায় কলেজের প্রভাষক শারমিন রহমান বাদী হয়ে গোসাইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন।

এ ব্যাপারে গোসাইরহাট থানার ওসি মাহবুব আলম বলেন, এ ঘটনায় রাতে পুলিশ অভিযুক্ত মাহবুব আলমকে গ্রেফতার করার পর গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হুসাইন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই মাসের সাজা দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২২
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।