ঢাকা, বুধবার, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জুন ২০২৪, ০৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

কামরাঙ্গীরচরে ইয়াবাসহ একজন গ্রেফতার 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
কামরাঙ্গীরচরে ইয়াবাসহ একজন গ্রেফতার  প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচর থানা এলাকা থেকে ইয়াবাসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার ব্যক্তির নাম আব্দুল খালেক।

অভিযানে তার কাছ থেকে ১ হাজার পিস ইয়াবা ও মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে কামরাঙ্গীরচর থানার কোম্পানিঘাট বেরীবাঁধ এলাকা থেকে খালেককে গ্রেফতার করা হয়। এ সময় তাকে ও প্রাইভেটকার তল্লাশি করলে ১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, গ্রেফতার আসামি কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন।

আব্দুল খালেদের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২২
এসজেএ/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।