ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষার্থীকে মারধর করায় মাদরাসা সুপার গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২২
শিক্ষার্থীকে মারধর করায় মাদরাসা সুপার গ্রেফতার

পাবনা: পাবনায় মাদরাসা শ্রেণিকক্ষে মোবাইলে গান শোনার অপরাধে শিহাব হোসেন নামে এক শিক্ষার্থীকে মারধর করায় ওই মাদরাসার সুপার রহমত উল্লাহকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাকে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়।

এরাআগে, মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) রাতে শিহাবের দাদা মো. আবুল কালাম বাদী হয়ে রহমত উল্লার নামে বেড়া মডেল থানায় মামলা করেন। এরপর ওইদিন রাতেই উপজেলার বেড়া বাজার থেকে তাকে আটক করা হয়।  

গ্রেফতার রহমত উল্লাহ সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার কর্ণঘোষ গ্রামের জসমত আলীর ছেলে। শিহাব (১৩) নামে ওই শিক্ষার্থী বেড়া পৌর এলাকার সান্যালপাড়া মহল্লার সোহেল রানার ছেলে।

বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, আটক রহমত উল্লাহ প্রাথমিকভাবে ওই ছাত্রকে প্রহারের কথা স্বীকার করেছেন। শিশু নির্যাতন আইন মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।