ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

মমেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
মমেকের করোনা ইউনিটে আরও ৫ জনের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই জন করোনায় এবং উপসর্গ নিয়ে তিন জনের মৃত্যু হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের ফজলুল হক (৬৫), মায়া রানি (৬৪), ঈশ্বরগঞ্জের দুলাল মিয়া (৫২), ভালুকার নুরুল হক (৬৫), শেরপুর সদরের লুতফর রহমান (৪২)।

তিনি বলেন, বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন ৪ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৭৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ৩৭ জন করোনা পজিটিভ।

এছাড়াও হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ২০ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৩৯৪ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।