ঢাকা, সোমবার, ৪ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

নকল সোহাগ জেলখানায়, আসল সোহাগ গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
নকল সোহাগ জেলখানায়, আসল সোহাগ গ্রেফতার

ঢাকা: রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া পলাতক আসামি সোহাগকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। অথচ এ ঘটনায় টাকার বিনিময়ে আসল সোহাগ হয়ে সাজাভোগ করছিলেন একই নামের অপর একজন।

রোববার (৩০ জানুয়ারি) মূল আসামিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।

তিনি জানান, টাকার বিনিময়ে আসল সোহাগ পালিয়ে ছিলেন। তার বদলে সাজাভোগ করছিলেন আরেক সোহাগ। এ অবস্থায় রাজধানীর মিটফোর্ড এলাকায় অভিযান চালিয়ে আসল সোহাগকে গ্রেফতার করা হয়েছে।

বিকেলে রাজধানীর কারওয়ানবাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২২
পিএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।