ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেই ড্রাইভিং লাইসেন্স-গাড়ির কাগজ, ৫ চালকের জেল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৯ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২২
নেই ড্রাইভিং লাইসেন্স-গাড়ির কাগজ, ৫ চালকের জেল নেই ড্রাইভিং লাইসেন্স-গাড়ির কাগজ, ৫ চালকের জেল।

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে পাঁচ চালককে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযানের নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান।

দণ্ডপ্রাপ্তরা হলেন আনোয়ার হোসেন (১৯), নূর আলম মৃধা (২৩), সুজন শেখ (২৪), ফিরোজ মাদবর (১৮) ও জুয়েল হাওলাদার (২৫)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অবৈধ ড্রাম ট্রাক চালানোর কারণে প্রায়ই দুর্ঘটনায় মানুষ হতাহত হচ্ছে। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলার পাঁচ্চর, মাদবরচর, সন্নাসীরচর, বন্দরখোলাসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শিবচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম রকিবুল হাসান বলেন, বৈধ কাগজপত্র না থাকায় সড়ক পরিবহন আইনে ড্রাম ট্রাকগুলো জব্দ করা হয়েছে। আর ড্রাইভিং লাইসেন্স না থাকায় চালকদের প্রত্যেককে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।