ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আরও ১৭৭ মামলা প্রত্যাহারের সুপারিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

ঢাকা: রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ১৭৭টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়েছে। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এসব মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়।



কমিটির প্রধান আইনপ্রতিমন্ত্রী কামরুল ইসলাম জানান, ৪৪৮টি মামলা উপস্থাপন করা হয়েছিল। এর মধ্যে ১৬৬টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে।

এছাড়া আরও পর্যবেণের জন্য ২৩৬টি মামলা ফিরিয়ে দেওয়া হয়। পরবর্তী সভায় উপস্থাপনের জন্য ৩৫টি মামলা রাখা হয়েছে।

বৈঠকে দুর্নীতি দমন কমিশনেরও ১১টি মামলা প্রত্যাহারের সুপারিশ করা হয়। এর মধ্যে সাতটি ফেরত পাঠানো হয় এবং চারটি পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য রাখা হয়।

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বছরের জানুয়ারিতে রাজনৈতিক ও অন্যান্য কারণে হয়রানির উদ্দেশে করা মামলা প্রত্যাহারে সুপারিশ প্রণয়নের জন্য এ কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ সময়:  ১৮১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।