ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ২৮ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
স্বাস্থ্যবিধি না মানায় সিরাজগঞ্জে ২৮ জনের জরিমানা

সিরাজগঞ্জ: স্বাস্থ্যবিধি না মানায় ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে ২৮ জনকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। ৪টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮টি মামলায় ৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসনের মিডিয়া সেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার কুরশিয়া আকতার এ তথ্য নিশ্চিত করেন।  

তিনি বলেন, করোনা মহামারি বিস্তার রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। ২৪ ঘণ্টায় স্বাস্থ্যবিধি না মানায় ৪টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮টি মামলায় ২৮ জনকে ৫ হাজার ৪০০ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।