ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

জাতীয়

ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:১৮, জানুয়ারি ২৬, ২০২২
ফরিদপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত 

ফরিদপুর: ফরিদপুরে ট্রাক চাপায় ফারহান (২৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল আরোহী আকাশ (২০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফারহান শহরের কমলাপুরের পিয়ন কলোনি এলাকার বাসিন্দা।  

জানা যায়, জেলা শহর থেকে মোটরসাইকেল যোগে ওই দুই যুবক সিঅ্যান্ডবি ঘাট এলাকায় যাওয়ার পথে টেপাখোলা লেকপাড় এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ফারহান নিহত হন। অপর মোটরসাইকেল আরোহী আকাশকে উদ্ধার করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বাংলানিউজকে বলেন, মরদেহ ও মোটরসাই‌কেল থানা পু‌লিশের হেফাজ‌তে আ‌ছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ০০১৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।