ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জাতীয়

সাভারে মহিলা আ.লীগের নেত্রী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
সাভারে মহিলা আ.লীগের নেত্রী গ্রেফতার

সাভার (ঢাকা): চেক জালিয়াতি করে প্রতারণার দায়ে ওয়ারেন্টভুক্ত আসামি সাভার পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাহিমাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার রাজলেকের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে চেক এ আত্মসাতের অভিযোগে একজন মামলা করে। সেই মামলায় আদালত থেকে ওয়ারেন্ট দেওয়া হলে বিকেলে তাকে গ্রেফতার করা হয়।

সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাইফুজ্জামান বাংলানিউজকে বলেন, আমরা ওয়ারেন্টভুক্ত আসামি রাহিমাকে গ্রেফতার করেছি। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে। সিআর মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এসএফ/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।