ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কুমার নদের ভাঙনে ১০ বাড়ি বিলীন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
কুমার নদের ভাঙনে ১০ বাড়ি বিলীন

ফরিদপুর: কুমার নদের ভাঙনে বিলীন হয়ে গেছে ফরিদপুরের নগরকান্দা উপজেলার অন্তত ১০-১৫টি বসত-বাড়ি।

এছাড়া ভাঙন ঝুঁকিতে রয়েছে নগরকান্দা সরকারি এম এন একাডেমির ভবন, থানা ভবন, বাজারের কেন্দ্রীয় কালিমন্দির ও পৌর বাজারসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা।

স্থানীয়রা জানান, গত সোমবার (১৭ জানুয়ারি) রাতে হঠাৎ নদীপাড় থেকে পৌর এলাকার গাং জগদিয়া গ্রামের দিকের প্রায় ৫০ মিটার এলাকা বিলীন হয়ে যায়। এতে নদীগর্ভে হারিয়ে যায় গঙ্গামন্দির ও ১০/১৫টি বসত-বাড়ি। কখন নিজেদের ঘর-বাড়ি ভেঙে যায়, সে চিন্তায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদীপাড়ের বাসিন্দারা।  

এদিকে কয়েকদিন আগে একইভাবে উপজেলার পাঁচকাইচাইল এলাকায় আশরাফ মাতুব্বর ও সেলিম ব্যাপারির বসতবাড়ি ভেঙে নদীর গর্ভে বিলীন হয়েছে।

ওই এলাকার কিছু অংশে ছয়/সাত ফুট গভীর হয়ে মাটি দেবে গেছে।  

ক্ষতিগ্রস্ত উজ্জ্বল মালো, আনন্দ মালোসহ কয়েকজন বাংলানিউজকে বলেন, কয়েকদিন ধরে একটু ফাটল দেখা গিয়েছিল। গত সোমবার রাতে দেখি, আমার পাশের ঘর ভেঙে নদীতে পড়ে গেছে। ভয়ে পরিবারের লোকজন নিয়ে ঘরের বাইরে আসার কিছুক্ষণের মধ্যে আমার একতলা ভবনটিও চোখের সামনে ভেঙে নদীতে পড়ে।  

এ ব্যাপারে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতী প্রু বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ওই এলাকায় পরিদর্শনে গিয়েছিলাম। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে।

ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বাংলানিউজকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। শিগগিরই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।