ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো জার্মানি

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২২
৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো জার্মানি

ঢাকা: জার্মানি থেকে ৩৩ জন বাংলাদেশি নাগরিক ঢাকায় ফেরত এসেছেন।

বুধবার (১৯ জানুয়ারি) ইনফো মাইগ্রেন্টস এ তথ্য জানায়।

সংস্থাটি জানায়, বাংলাদেশি নাগরিকদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় মঙ্গলবার রাতে ঢাকায় অবতরণ করে। ৩৩ জনের এই দলে জার্মানি ছাড়াও অস্ট্রিয়া থেকে ফেরত পাঠানো চারজন ও রোমানিয়া থেকে পাঠানো তিনজন ছিলেন।

এছাড়াও অভিবাসীদের যথাযথভাবে ঢাকায় পৌঁছে দিতে প্রায় ১০০ জন জার্মান পুলিশ সদস্য ফ্লাইটটিতে ছিলেন।

প্রসঙ্গত, এসব নাগরিক ইউরোপে আশ্রয়ের আবেদন করেছিলেন। তবে সেই আবেদন বাতিল হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১৪৭, জানুয়ারি ১৯, ২০২২
টিআর/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।