ঢাকা, মঙ্গলবার, ৩১ আষাঢ় ১৪৩২, ১৫ জুলাই ২০২৫, ১৯ মহররম ১৪৪৭

জাতীয়

অভিনেত্রী শিমুর স্বামী ও গাড়িচালককে নিয়ে অভিযানে পুলিশ ও র‌্যাব

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৪, জানুয়ারি ১৮, ২০২২
অভিনেত্রী শিমুর স্বামী ও গাড়িচালককে নিয়ে অভিযানে পুলিশ ও র‌্যাব শিমু ও তার স্বামী

ঢালিউড অভিনেত্রী রাইমা ইসলাম শিমুর (৪৫) মরদেহ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার স্বামী নোবেল ও গাড়িচালক ফরহাদকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে র‌্যাব।  

এর আগে সোমবার দিবাগত রাতে র‌্যাব তাদের জিজ্ঞাসাবাদ শেষে আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি রক্তমাখা প্রাইভেটকার জব্দ করা হয়। বর্তমানে র‌্যাব ও পুলিশ যৌথভাবে তাদের নিয়ে অভিযান পরিচালনা করছে।

মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

সোমবার সকালে কেরানীগঞ্জ আলীপুর ব্রিজের পাশ থেকে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। বর্তমানে তার মরদেহ রাজধানীর মিটফোর্ড হাসপাতালের মর্গে রয়েছে।

উল্লেখ্য, গত রোববার (১৬ জানুয়ারি) কলাবাগানের বাসা থেকে নিখোঁজ হন শিমু। এই ঘটনায় কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এরপর দিন শিমুর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২২
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।