ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৈয়দপুরে মাদরাসার শিশু শিক্ষার্থীরা পেল বসুন্ধরার কম্বল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
সৈয়দপুরে মাদরাসার শিশু শিক্ষার্থীরা পেল বসুন্ধরার কম্বল

নীলফামারী: দেশের শীর্ষ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ও কালের কণ্ঠ শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার আয়োজনে নীলফামারীর সৈয়দপুরে একটি মাদরাসার শিশু শিক্ষার্থীদের মধ্যে ৩০টি কম্বল বিতরণ করা হয়েছে।  

রোববার (১৬ জানুয়ারি) সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের কিসামত কামারপুকুর এলাকায় তছির উদ্দিন দারুস্ সালাম হাফেজিয়া মাদরাসার শিক্ষার্থীদের মধ্যে ওই কম্বল দেওয়া হয়।

এ উপলক্ষে মাদরাসা চত্বরে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু হাসনাত সরকার। কালের কণ্ঠ শুভসংঘ সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি ও সৈয়দপুর আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মো. নাছিম রেজা শাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের স্থানীয় প্রতিনিধি ও জাতীয় পার্টি নেতা জি এম কবির মিঠু।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।