ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

গণধর্ষণের অভিযোগে নাটোরে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, জানুয়ারি ১৪, ২০২২
গণধর্ষণের অভিযোগে নাটোরে আটক ৩ সংগৃহীত ছবি

নাটোর: নাটোর সদর উপজেলার ছাতনী শশ্মান এলাকায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণের অভিযোগে তিন জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরের দিকে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ওই স্কুলছাত্রীর বাড়ি বলে জানা গেছে।

ওসি মুনছুর রহমান জানান, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) দুপুরে ওই ছাত্রী স্কুল থেকে ফিরতে দেরি হলে তার মায়ের সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে মায়ের ওপর অভিমান করে বিকেলে সদর উপজেলার আগদিঘা এলাকায় আসার উদ্দেশে রওনা হয়। সন্ধ্যার দিকে ছাতনী এলাকায় পথ হারিয়ে ফেলে ওই ছাত্রী। সে সময় মেয়েটিকে নানির বাড়িতে নেওয়ার কথা বলে এলাকার বখাটেরা শশ্মান এলাকায় নিয়ে গণধর্ষণ করে। পরে দিনগত রাত ২টার দিকে এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে ৯৯৯-এ কল দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মেয়েটিকে উদ্ধার করে। সে সময় পাঁচ জনকে আটক করলেও দু’জন জন পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। ভুক্তভোগী মেয়েটি পুলিশ হেফাজতে রয়েছে। তাকে ডাক্তারি পরীক্ষার জন্য নেওয়া হবে।  

প্রতিবেদনটি লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।