ঢাকা, শুক্রবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৭ মে ২০২৪, ০৮ জিলকদ ১৪৪৫

জাতীয়

অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু

ঢাকা: অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এর আগে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনার পর সফটওয়্যার আপডেট করতে অনলাইনে টিকিট বিক্রি বন্ধ রেখেছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরের পর থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়।

রেলসেবা অ্যাপে এ সময় দুই সিটে একজন করে যাত্রী হিসেবে টিকিট বিক্রি শুরু হয়েছে এবং ভাড়া অপরিবর্তিত থাকতে দেখা গেছে।

এর আগে মঙ্গলবার (১১ জানুয়ারি) রেলওয়ে এক বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৩ জানুয়ারি থেকে ট্রেনে ৫০ ভাগ যাত্রী পরিবহনের নির্দেশনা বাস্তবায়নের জন্য আমাদের টিকিটিং সফটওয়্যার আপডেট করার কাজ চলছে। যার কারণে আগামী ১৫ জানুয়ারির অগ্রীম টিকিট বিক্রি সাময়িক সময়ের জন্য বন্ধ রয়েছে।

সাধারণত পাঁচদিন আগে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করা হয়। এর আগেরবার বিধি-নিষেধের সময় ৫০ ভাগ টিকিটের অর্ধেক অনলাইনে এবং বাকি টিকিট কাউন্টারে বিক্রি করেছিল রেলওয়ে। তবে ভাড়া বাড়েনি।

করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে ১৩ জানুয়ারি থেকে ১১ দফা নির্দেশনা দিয়েছে সরকার। যার মধ্যে গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২২
এইচএমএস/এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।