ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় লর্ড আহমেদের শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২
রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় লর্ড আহমেদের শোক লর্ড আহমেদ

ঢাকা: যুক্তরাজ্যের দক্ষিণ এশিয়া ও কমনওয়েলথ বিষয়ক মন্ত্রী ও সংঘাতে যৌন সহিংসতা প্রতিরোধে যুক্তরাজ্য প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিনিধি লর্ড (তারিক) আহমেদ অফ উইম্বলডন রোহিঙ্গা শরণার্থী শিবিরে আগুন লাগার খবরে শোক ও সমবেদনা জানিয়েছেন।  

মঙ্গলবার (১১ জানুয়ারি) টুইটারে তিনি সমবেদনা জানান।

 

টুইটারে তিনি লিখেন, রোহিঙ্গা শরণার্থী শিবিরে ক্ষতিগ্রস্ত সকলের প্রতি আমার সমবেদনা। এই ঘটনায় যারা প্রথমেই দ্রুত সহায়তার জন্য সাড়া দিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। এই দুঃসময়ে বাংলাদেশ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্য।

উল্লেখ্য, রোববার রাতে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২২ 
টিআর/এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।