ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঘোড়াশালে পৌরসভার সাবেক মেয়রের বাসায় ডাকাতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
ঘোড়াশালে পৌরসভার সাবেক মেয়রের বাসায় ডাকাতি আহত মেয়র ও ঘরের জিনিসপত্র তছনছ করা। ছবি: বাংলানিউজ

নরসিংদী: নরসিংদীতে ঘোড়াশাল পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি শরীফুল হকের বাসায় ডাকাতি সংঘঠিত হয়েছে।  

সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে ঘোড়াশাল পাইকসা এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এসময় ডাকাতদের বাধা দিতে গেলে ডাকাতদলের এলোপাতাড়ি কোপে গুরুতর আহত হয়েছেন সাবেক মেয়র শরীফুল হক।

মেয়রের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ভোর রাতে ৫ থেকে ৬ জনের একটি ডাকাত দল বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পরিবারের লোকজনদের জিম্মি করে। ডাকাতরা বাসার জিনিসপত্র ভেঙে নগদ ১ লাখ টাকা ও ৩০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এসময় বাধা দিতে গেলে ডাকাতদলের এলোপাতাড়ি কোপে সাবেক মেয়র শরীফুল হক গুরুতর আহত হন। আহতাবস্থায় সাবেক মেয়রকে প্রতিবেশীরা উদ্ধার করে ঘোড়াশাল রৌশন জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, র‌্যাব-১১ ও পলাশ থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, এ ঘটনার সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে ডাকাতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২২
আরএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।