ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

মেলান্দহে মা-মেয়ের গলাকাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪৩, জানুয়ারি ১, ২০২২
মেলান্দহে মা-মেয়ের গলাকাটা মরদেহ ...

জামালপুর: জামালপুরের মেলান্দহে মা জয়ফল বেগম (৫৫) এবং মেয়ে স্বপ্না বেগমের (২৫) গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ জানুয়ারি) রাত ৮ টায় পৌরসভার গোবিন্দপুর গাড়োয়ালপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে ।

নিহত জয়ফল বেগমের স্বামী ও স্বপ্নার বাবা মৃত আকমল চৌধুরী।

স্থানীয়রা জানান, মৃত আকমল চৌধুরীর দুই ছেলে মিলন চৌধুরী ও মিস্টার চৌধুরী ওমান প্রবাসী। আরেক ছেলে জহুরুল ইসলাম বাড়িতেই থাকেন। বোন স্বপ্নার বিয়ে হয়েছিল যশোরে। স্বপ্না এখন ডিভোর্সি।

জহুরুলের সঙ্গে মা-বোনের কলহ হয়। এ নিয়ে একই বাড়ির আঙ্গিনায় বেড়া দিয়ে চলাচল বন্ধ করা হয়। দুইদিন আগে জহুরুল সস্ত্রীক বাড়ি থেকে চলে যায়। এরপর থেকেই দুইদিন ঘরের দরজা জানালা বন্ধ ছিল। ওদিকে দুই দিন ধরে ওমান থেকে জয়ফলের ছেলেরা ফোনে না পেয়ে বিচলিত হয়ে পড়েন।

একপর্যায়ে ওমান থেকে দুই ছেলে আত্মীয়দের ফোন দেন। খবর পেয়ে জয়ফলের ভাই মানিকসহ অন্যান্য স্বজনরা গোবিন্দপুরে এসে দরজা ভেঙে ঘরে ঢুকে গলাকাটা মরদেহ দেখতে পান।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বাংলানিউজকে  জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় সস্ত্রীক জহুরুলকে পুলিশ হেফাজতে নিয়েছে।  

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।