ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

জাতীয়

সৈকতে সংরক্ষিত জোন: দুপুরে চালু, রাতে প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
সৈকতে সংরক্ষিত জোন: দুপুরে চালু, রাতে প্রত্যাহার

কক্সবাজার: বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপদ জোন করার সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি নিয়ে পর্যটকসহ সচেতন মহলে বিরূপ প্রতিক্রিয়ার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বুধবার (২৮ ডিসেম্বর) রাতে কক্সবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ জানান, জেলা প্রশাসন পর্যটকদের মতামতের ওপর পুরোপুরি শ্রদ্ধাশীল। মূলত কিছু সংখ্যক পর্যটকের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ নেওয়া হয়েছিল। বাস্তবায়নের পর এটা নিয়ে বিরুপ প্রতিক্রিয়া আসছে তাই এ সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।

এর আগে দুপুরে সৈকতের লাবনী পয়েন্টে এ জোনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো.মামুনুর রশীদ।

এসময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবু সুফিয়ান, নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) সৈয়দ মুরাদ ইসলাম, ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার কামালসহ সৈকত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

** কক্সবাজার সৈকতে নারী-শিশুর সংরক্ষিত এলাকা

বাংলাদেশ সময়: ২২৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০২১
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।