ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

৭ ডিগ্রিতে কাঁপছে চুয়াডাঙ্গা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৫ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
৭ ডিগ্রিতে কাঁপছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা: দেশের বিভিন্ন স্থানে বেড়েছে শীতের তীব্রতা। চুয়াডাঙ্গায় হঠাৎ করেই গেল দুইদিন দমকা হাওয়ায় শীতের প্রকোপ বেড়ে গেছে।

জেলাটিতে ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

সোমবার (২০ ডিসেম্বর) এ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। চলতি বছরে এটিই দেশ এবং জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

এদিকে বেলা বাড়লেও শীতের তীব্রতা কমছে না। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিললেও নেই কোন উত্তাপ।

শীতের তীব্রতা বেড়ে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। শীত নিবারণের জন্য অনেককে খড়কুটায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার জেলায় তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েকদিন পর চুয়াডাঙ্গায় তাপমাত্রা আরও কমে আসতে পারে।

বাংলাদেশ সময়: ১৩০৪ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।