ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

জয়িতা সম্মাননা পেলেন কুড়িগ্রামের ৬ নারী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
জয়িতা সম্মাননা পেলেন কুড়িগ্রামের ৬ নারী  শ্রেষ্ঠ জয়িতা সম্মাননার ক্রেস্ট হাতে কুড়িগ্রামের ছয় নারী

কুড়িগ্রাম: আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে কুড়িগ্রামে জেলা পর্যায়ে পাঁচ ক্যাটাগরিতে ছয় নারীকে জয়িতা সম্মাননা দেওয়া হয়েছে। সমাজে বিশেষ অবদানের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হয়।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসনের স্বপ্ন কুঁড়ি হলে বেগম রোকেয়া দিবসের আলোচনা সভায় ছয় জয়িতাদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর অনুষ্ঠানের আয়োজন করে।

জয়িতা নারীরা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী কুড়িগ্রাম পৌরসভার জুলিয়া ইয়াসমিন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী সদর উপজেলার মোছা. আঞ্জুমানারা বেগম, সফল জননী নারী সদর উপজেলার মোছা. আমেনা বেগম, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা নারী সদর উপজেলার মোছা. আম্বিয়া বেগম এবং নাগেশ্বরী উপজেলার মোছা. লুৎফা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান
রাখার জন্য সদর উপজেলার রওশন আরা বেগম।  

কুড়িগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, কুড়িগ্রাম পৌরসভার মেয়র কাজিউল ইসলাম, কুড়িগ্রামের ভারপ্রাপ্ত পুলিশ সুপার রুহুল আমিন, ডিডি এলজি জিলুফা সুলতানা, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবীব নীলু, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শাহানা বেগম, উদয় শংকর চক্রবর্তী প্রমুখ।

ডিসি মোহাম্মদ রেজাউল বাংলানিউজকে বলেন, প্রতি বছরের মতো এবারও বেগম রোকেয়া দিবসে জয়িতা সম্মাননা দেওয়া হলো। যা সমাজে নারীদের উন্নয়নে ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এফইএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।