ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ডিবির ভুয়া সদস্য আটক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে ডিবির ভুয়া সদস্য আটক  র‌্যাবের হাতে আটক আলী হাসান

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে আলী হাসান নামে গোয়েন্দা শাখার (ডিবি) সদস্য পরিচয়ধারী এক প্রতারককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন র‌্যাটালিয়ন (র‌্যাব)।  

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকালে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সহকারী পুলিশ সুপার (এএসপি) ওমর আলী।

 

তাকে আটক করা হয়।  

এএসপি ওমর আলী জানান, আটক আলী দীর্ঘদিন থেকে ডিবির পরিচয় দিয়ে শিবগঞ্জ এলাকায় ভয়ভীতি দেখিয়ে অনেকের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (০৮ ডিসেম্বর) জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আলীর কাছ থেকে একটি পুলিশ লেখা হ্যানক্যাপ, ডিবি পুলিশের ভুয়া আইডি কার্ড, একটি বাঁশি ও রশি জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার নামে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।