ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল শিক্ষার্থীর আবুল কালাম আজাদ

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবুল কালাম আজাদ (২৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) রাতে উপজেলার হরিরামপুর ইউনিয়নের শিববাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আবুল কালাম আজাদ শিববাজার এলাকার আব্দুস ছাত্তার মিয়ার ছেলে। তিনি গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ফিজিক্স ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করে হরিরামপুর ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান শাহজাহান আলী সাজু জানান, রোববার দিনগত রাত ৮টার দিকে স্থানীয় একটি মাঠে ব্যাডমিন্টন খেলতে যান আবুল কালাম আজাদ ও তার বন্ধুরা। এসময় আবুল কালাম আজাদ লাইট জ্বালানোর জন্য বৈদ্যুতিক পোলের মেইন লাইন থেকে সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।  

তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad