ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

স্ত্রী হত্যার অভিযোগে রোহিঙ্গা সেই স্বামী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১
স্ত্রী হত্যার অভিযোগে রোহিঙ্গা সেই স্বামী গ্রেফতার

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার শফি উল্লাহকাটা রোহিঙ্গা শিবিরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামী হাফেজ আহম্মদকে (২৫) গ্রেফতার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন-৮)।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে তাকে করেন এপিবিএন-৮- এর সদস্যরা।

গ্রেফতার হাফেজ ১৪ নম্বর রোহিঙ্গা শিবিরের সি-২ ব্লকের কবির আহম্মদের ছেলে।  

এপিবিএন-৮-এর অধিনায়ক মোহাম্মদ শিহাব কায়সার খাঁন জানান, পারিবারিক কলহের জের ধরে ২২ নভেম্বর প্রথম স্ত্রী খালেদা বেগমকে (২১) দা দিয়ে কুপিয়ে হত্যা করেন হাফেজ। এ ঘটনায় তাকে প্রধান আসামি করে উখিয়া থানায় হত্যা মামলা রুজু করা হয়। এর পরই হাফেজ গা ঢাকা দেন।  

তিনি আরও জানান, ঘটনার পর থেকে মূল আসামিকে গ্রেফতারে তৎপর ছিল এপিবিএন। কিন্তু তাকে গ্রেফতার করা না গেলে নিহতের সতীন নুর হাসিনা (২২), ভগ্নিপতি মোহাম্মদ আলী (৩৫) গ্রেফতার করা হয়েছে। আজ মূল আসামি ধরা পড়েছে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২১ 
এসবি /এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।